Pages

Monday, October 17, 2016

উন্নতির সম্ভাবনা যাচাই করা



প্রথমে ধরতে শেখা।
তুমি যখন একটা কাজের কথা ভাববে, সেখানে তুমি কোন রকম সচেতনতা ছাড়াই বুঝতে চেষ্টা করবে- সেখানে সেই কাজে উন্নতি করা সম্ভব কি-না এটা সবাই করে, আমিও করি কেমন হয়- যদি তুমি সচেতন ভাবে বুঝতে চেষ্টা কর যে এই কাজে উন্নতি করা তোমার পক্ষে কতটুকু সম্ভব অাসলে সেটাই উচিত। যদিও সবাই কিছু-না-কিছু উন্নতি করতে পারে কিন্তু সত্যিকারের সাফল্যের জন্য তোমার ভাবনায় গভীরতা থাকতে হবেকারণ যেখানে গভীরতা আছে সেখানে সাফল্যের সম্ভাবনা বেশী থাকবে চ্যালেঞ্জ নেয়ার মত মানসিকতা থাকার পরেও অনেকেঝরে পড়ে এর কারণ কিন্তু গভীরতার অভাব সাফল্যের জন্যে দীর্ঘ দিন, দীর্ঘ পরিসরে কাজ করার মানসিকতা থাকা যতটা জরুরী তার চেয়ে অনেক বেশী জরুরী হলো- টিকে থেকে উন্নতি করার বাস্তবিক চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারা   সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় দেখেছি সম্ভাবনাময় অনেক তরুণ এখানে কাজ করতে আসে কিন্তু সঠিক পরিচর্যার অভাবে মাঝ পথে এবং কেউ বা শুরুতেই হারিয়ে যায়। আবার এমন প্রচুর উদাহরণ আছে যারা ব্যর্থ হয়েছে শুধুই পরিশ্রম করার ক্ষমতা নেই বলে। সত্যি বলতে কি- পরিশ্রম করার এই ক্ষমতা যাদের কম থাকে এবং কষ্টকর দিন-রাত্রি গুলো ডিউটি করে পার করা যাদের কাছে বিশাল-কঠিন তাদের জন্যে আমার দুঃখ হয় এই বলে যে- “হায়রে, মানুষ হয়ে জন্ম নিয়েও বুঝলো না- ‘মানুষ’-এর কি বিশাল শক্তি আর ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন।” এটা যদি ওই ব্যর্থ হয়ে ঝরে পড়া মানুষটা জানতো তাহলে সে কখনোই ব্যর্থ হতো না। যাই হোক, যে কথা বলছিলাম তা হলো- কোন কাজে যখন তুমি উন্নতির সম্ভাবনা দেখবে, তখন তোমার উচিত হবে কাজটা শুরু করা। চ্যালেঞ্জটা নিয়ে দীর্ঘদিন টিকে থেকে সফল হওয়ার যে স্বপ্ন তোমার, সেটাকে সব সময় চোখের সামনে রাখবে। দেখবে- স্বপ্নটা সবসময় চোখের সামনে অর্থাৎ মনে থাকার কারণে এটাই তোমার সবচে’ বড় চালিকা শক্তি হয়ে তোমাকে সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে।
নিচের এই ভিডিওটি দেখ। খুবই চমৎকার একটি ভিডিও। আশা করি ভাল লাগবে এবং অনেক অনুপ্রেরণা পাবে।     

No comments:

Post a Comment

 
Blogger Templates