Hey there. I'm Md. Zakir Hossain. I'm a Freelance Writer. Learning & implementing professional aspects is almost my daily work & I have done this almost for 30 years. For the last couple of years, I have been working on SEO-friendly content writing works in digital marketing. I'm Married & father of one sun & one daughter. That's about me as an introduction.
তুমিযখনএকটাকাজেরকথাভাববে, সেখানেতুমিকোনরকমসচেতনতাছাড়াইবুঝতেচেষ্টাকরবে-
সেখানেসেইকাজেউন্নতিকরাসম্ভবকি-না।এটাসবাইকরে,
আমিওকরি।কেমনহয়-
যদিতুমিসচেতনভাবেবুঝতেচেষ্টাকরযেএইকাজেউন্নতিকরাতোমারপক্ষেকতটুকুসম্ভব। অাসলে সেটাই উচিত। যদিও সবাইকিছু-না-কিছুউন্নতি করতে পারে।কিন্তু সত্যিকারের সাফল্যের জন্য
তোমারভাবনায়গভীরতাথাকতেহবে। কারণযেখানেগভীরতাআছেসেখানেসাফল্যেরসম্ভাবনাবেশীথাকবে।চ্যালেঞ্জনেয়ারমতমানসিকতাথাকারপরেওঅনেকেই
ঝরেপড়ে।এরকারণকিন্তুগভীরতারঅভাব।সাফল্যেরজন্যেদীর্ঘদিন, দীর্ঘপরিসরেকাজকরারমানসিকতাথাকাযতটাজরুরীতারচেয়ে অনেকবেশীজরুরী হলো-টিকেথেকেউন্নতিকরারবাস্তবিকচ্যালেঞ্জটাগ্রহণকরতেপারা।সিকিউরিটিইন্ডাস্ট্রিতেকাজকরারসময়দেখেছিসম্ভাবনাময়অনেকতরুণএখানেকাজকরতেআসেকিন্তুসঠিকপরিচর্যারঅভাবে মাঝ পথে এবং কেউ বা শুরুতেই হারিয়ে যায়। আবার এমন প্রচুর উদাহরণ আছে যারা ব্যর্থ হয়েছে শুধুই পরিশ্রম করার ক্ষমতা নেই বলে। সত্যি বলতে কি- পরিশ্রম করার এই ক্ষমতা যাদের কম থাকে এবং কষ্টকর দিন-রাত্রি গুলো ডিউটি করে পার করা যাদের কাছে বিশাল-কঠিন তাদের জন্যে আমার দুঃখ হয় এই বলে যে- “হায়রে, মানুষ হয়ে জন্ম নিয়েও বুঝলো না- ‘মানুষ’-এর কি বিশাল শক্তি আর ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন।” এটা যদি ওই ব্যর্থ হয়ে ঝরে পড়া মানুষটা জানতো তাহলে সে কখনোই ব্যর্থ হতো না। যাই হোক, যে কথা বলছিলাম তা হলো- কোন কাজে যখন তুমি উন্নতির সম্ভাবনা দেখবে, তখন তোমার উচিত হবে কাজটা শুরু করা। চ্যালেঞ্জটা নিয়ে দীর্ঘদিন টিকে থেকে সফল হওয়ার যে স্বপ্ন তোমার, সেটাকে সব সময় চোখের সামনে রাখবে। দেখবে- স্বপ্নটা সবসময় চোখের সামনে অর্থাৎ মনে থাকার কারণে এটাই তোমার সবচে’ বড় চালিকা শক্তি হয়ে তোমাকে সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে।
নিচের এই ভিডিওটি দেখ। খুবই চমৎকার একটি ভিডিও। আশা করি ভাল লাগবে এবং অনেক অনুপ্রেরণা পাবে।
No comments:
Post a Comment