Pages

Monday, September 19, 2016

দুঃসাহসী মানুষ বেয়ার গ্রিলস

Bear Grylls
 পৃথিবীতে দুঃসাহসী মানুষদের নাম বলতে গেলে বেয়ার গ্রিলস-এর নাম চলে আসে। ডিসকভারি চ্যানেলের “ম্যান ভার্সেস ওয়াইল্ড” প্রোগ্রামে তিনি বহুল পরিচিত একটি মুখ। যুক্তরাজ্যে সবচেয়ে কম বয়সে তিনি প্রধান স্কাউট হিসাবে স্বীকৃতি পেয়েছেন।
ছেলেবেলায়  তার বাবা তাকে ঘোড়ায় চড়া শিখানোর সময় তিনি পড়ে গিয়েছিলেন। অবশ্য প্রথমবার ঘোড়ায় চড়ে যদিও তিনি খুবই মজা পাচ্ছিলেন। তার পড়ে যাওয়ার পরে তার বাবা মুখে বড় একটা হাসির রেখা টেনে হাততালি দিতে দিতে  তার  কাছে গিয়ে বলেছিলেন, “তুমি কতটা ভালো অশ্বারোহী, সেটা মূল কথা নয়। বরং কতবার পড়ে গিয়ে তুমি কতবার আবার ঘোড়ার পিঠে উঠে বসেছ, সে সংখ্যাটাই বড়। অশ্বারোহন আর জীবন—দুটো ক্ষেত্রেই এই কথাটা তোমার কাজে আসবে।”
তার বাবা অাসলে সেদিন তাকে জীবনের মূল মন্ত্রটাই শিখিয়ে দিয়েছিলেন। তিনি জানতেন, যদি কেউ প্রথম একটা কিছু শুরু করে, তবে কাজের কোনো এক মোড়ে এসে সে বাধা পাবেই। এটাকে কুলক্ষণ নয় বরং সুলক্ষণ হিসেবেই ধরে নেওয়া উচিত। অর্থাৎ তুমি যা করছ, তা নিশ্চয়ই অনেক বড় কিছু। কেননা, একটা সহজ পথ তোমাকে কখনো বড় কিংবা চমকপ্রদ কিছুর কাছে নিয়ে যাবে না। বরং একটা ভয়ানক পথই অনেক অসাধারণ কিছু উপহার দিতে পারে। আমরা যে বারবার পড়ে গিয়েও আবার নতুন করে শুরু করতে পারি- আসলে এটাই আমাদের যোগ্যতা। যেমনটা ঘোড়ায় চড়তে গিয়ে আমরা করে থাকি। জীবনটাও অশ্বারোহনের মতোই।
তিনি লিখেছেন- “হাল ছেড়ো না। কেননা, একেকটি ব্যর্থতা নতুন সাফল্যের কাছে এগিয়ে যাওয়ার একেকটি ধাপ। কারণ, যখন তুমি হাল ছেড়ে দেবে, তখনই তোমার কাঙ্খিত জিনিসটি তুমি হারাবে। এবং ঠিক তখনই তুমি হেরে গেলে। তুমি যদি কিছু চালিয়ে যাও, সেটাতে আর যা-ই হোক, একটা ফল পাবেই।”
উইনস্টন চার্চিল বলেছিলেন, “সাফল্যের যোগ্যতা হচ্ছে একটি ব্যর্থতা থেকে আরেকটি ব্যর্থতার কাছে ধরা দেওয়া, কিন্তু একই রকম উদ্যম নিয়ে। আমি যখন ফিরে তাকাই, তখন আমি অসংখ্য ভুল দেখতে পাই। একই সঙ্গে অনেক অর্জনও চোখে পড়ে। পৃথিবীতে অনেকে আছে, যারা তোমার সমালোচনা করবে। নতুন ব্যবসা শুরু করা, ম্যারাথনে অংশ নেওয়া কিংবা পদোন্নতি—যা-ই হোক না কেন। তোমাকে অবশ্যই বাঁধার সম্মুখীন হতে হবে। এবং সেখান থেকেই স্বপ্নটাকে ছিনিয়ে আনতে হবে।”
বেয়ার গ্রিলস আরো লিখেছেন- “লেগে থাকো। মনে রেখ, কেউই বাঁধা ছাড়া কিছু করতে পারেনি। বড় কিছু করতে হলে অবশ্যই অনেক বাজে কিছুর মধ্য দিয়েই যেতে হবে। তবে যখন তুমি কিছু অর্জন করবে, তখন কেউ সেই বাঁধার কথা জানবে না। শুধু জানবে, তোমার কথা। তোমার অর্জনের কথা। তুমি পড়ে যাবে; আবার উঠে দাঁড়াবে। যেমনটি চার্চিল বলেছিলেন, ‘তুমি যখন সবচেয়ে বাজে মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছ, তখনও থেমো না। চলতে থাকো। তুমি অবশ্যই অনেক ভালো কিছু পাবে যদি তুমি চেষ্টা করো। পড়ে যাও, আবার উঠে দাঁড়াও এবং চলতে থাকো। কিছু না কিছু তোমার জন্য থাকবেই। অনেকে তোমার স্বপ্ন চুরি করতে চাইবে। বলবে তুমি নির্বোধ। অহেতুক ছুটছ। কিন্তু তুমি পার্থক্যটা টের পাবে, যখন তুমি তোমার স্বপ্নচূড়ায় উঠে দাঁড়াবে। বিশ্বাস করো, স্বপ্নের চূড়ায় উঠে দাঁড়ানোর অনুভূতিটা অসাধারণ!”


সূত্রঃ ইন্টারনেট

 
Blogger Templates